বাক্‌ ১৫২ ।। সোমা দাস


 

দূরত্ব


আমি কবিতাকে ছেড়ে এসেছি, নাকি
কবিতা আমায় গেছে ছেড়ে
বুঝতে পারিনা!
তবে মুখোমুখি বসা হয়না দুজনে
বহুদিন...


এই ভাবনার সাথে সাথেই
একটা টিকটিকি ঠিক টিক করে ডেকে উঠলো
রহস্যময়তা!
আসলে ও একটা নিশ্চিন্ত
  আশ্রয়
খুঁজে নিয়েছে ধূলায়িত বইয়ের তাকে
মাঝে মাঝে শব্দ করে মনে করিয়ে দেয়
দূরত্ব বেড়েছে কতটা...

 

No comments:

Post a Comment