বাক্‌ ১৫২ ।। নীলম সামন্ত


 

জন্মান্তরের আয়ুরেখা 

 

ধীর দুটো চোখের তারায় ভারতের প্রাচীনতম হিন্দুনগর- এই মাত্র পেরিয়ে এলাম পাহাড়মুখী রাস্তা।এখন বিবেকানন্দ অতীত৷ স্থির নম্রতা জড়িয়ে পড়ে আছে কোলাপুরি জুতো আর প্রাকৃতিক সাম্যগান। এখানে মানুষ অসহিষ্ণু।  ধাপ্পাবাজ স্রোত হয়ে ঢুকে পড়ছে যুবতী স্নানোৎসবের ভেতর ঘরে৷ কল্পনা করছি কর্পূর দহন। বিশুদ্ধ প্রস্তাব মিলিয়ে যাচ্ছে। তুমি কি পারলে এলাচগন্ধের ঢেউ তুলে আনতে? কিংবা যারা চলে যাবার কথা বলে তাদের হুমকির রেশ ধরে দরজায় অমলতাস ঝুলিয়ে দিতে? যদি নাই পারো তবে এসো আমাদের পোড়া বিকেলে শতরঞ্জি পেতে মেলে দিই জন্মান্তরের আয়ুরেখা। 

 

1 comment:

  1. অসাধারণ লাগলো নীলম... খুব সুন্দর করে বুঝিয়ে বলতে পেরেছো !!!

    ReplyDelete