বাক্‌ ১৫২ ।। জীবন সাহা

 

মা একটি মায়াজাল

 

 

মাটিতে রাখি ভাতের থালাটি

উঠোনে যাই,

কিছুটা দূরে দাঁড়িয়ে ডাইনিং টেবিল

চোখ পিটপিট করে, হাসে পিকপিক করে

 

ডাইনিং টেবিলের বিদ্রুপ 

উপহাস আমি গায়ে মাখি না।

 

যত মাটির কাছে যাই উঠোনে যাই 

মা কাছে এসে বসেন, 

মৃৎপাত্র থেকে যত্নের ডাল-ভাত

আমার পাতে বেড়ে দেন ।

 


No comments:

Post a Comment