বাক্‌ ১৫২ ।। অনির্বাণ দাশ


 

কালান্তরিতা

 

 

একদিন

সতীশ মাঝি উত্তাল নদী দিয়ে কত

একা খেয়া বেয়ে যেত রুদ্র দামোদরে

ভরা বর্ষা সন্ধ্যা বেলা।

একদিন 

সাহেবেরা এক্কাগাড়ি থেকে নেটিভের 

গায়ে এঁটো ফল এঁটো আঁটি ছুঁড়ে দিত।

একদিন 

ওদের ফেলে যাওয়া গল্ফের বলগুলো

কুড়িয়ে আনত আমার প্রপিতামহেরা।

একদিন 

বাঁশের নাগরদোলায় নাগর কানাই

বাঁশি হাতে দোলা খেত লাল মেলামাঠে।

 

আজ ছুটন্ত বাইকে ডরহীন রাইডারিনী

 কানে কল্কেফুল ফেলে গুঁজেছে হেডফোন 

চোখ কোনো নীলে আটকে নেই 

দেখে নীল নীল ওটিটি নেটফ্লিক্সে তারা।

কলহান্তরিতা আজ সাহেবী গাড়িতে 

আর সতীশ কানাই বোট ছেড়ে বাইকে

বাঁশি নয় হ্যান্ডেলবারে ছোটে কালান্তরে। 

 

1 comment:

  1. সময়ের বিবর্তনের সাথেই মানুষের মনেরও বিবর্তন, এই বিবর্তনকে ধাপে ধাপে সুন্দর ভাবে তুলে ধরেছেন । কষ্টের হলেও এই বিবর্তন সত্য । ভালো লাগলো ।

    ReplyDelete