বাক্‌ ১৫২ ।। মৌসুমী চৌধুরী


 

বাঁশি 

 

বরফের ছুরির ওপর শুয়ে আছ 

তোমার শরীরে কালশিটে গান

 

অন্ধকার আর তেতো জমি ফুঁড়ে

বেজে ওঠে শাঁখ আর এয়োতি চিহ্ন রোজ

 

ছাতা থেকে টুপটাপ ঝরে পড়ে নিরবধি 

কয়েকটি চমৎকার পঙক্তি 

 

তুমি শূন্য হয়ে গেলে

ধুলোময় উঠোন এ পৃথিবী

 

ভরের নিত্যতা সূত্রে বিশ্বাস রেখেছ বলে

বাঁশি শুনেও রাধিকা হয়ে ওঠনি ! 

 

 

আষাঢ়

 

তোমায় জাপটে ধরেছে আষাঢ় 

পাথর হয়ে যাচ্ছ তুমি

 

 শ্যাওলা শরীর

গা থেকে ঝুরি নেমে এসেছে

 

একলা কোটরে খেলা করে

রাত জাগা সোনালী ফসল 

 

জল কামানের সামনে তুমি

নিজেই খুলে দিচ্ছ আব্রু

 

অথচ তোমার কোন নিজস্ব আষাঢ় নেই! 

 

No comments:

Post a Comment