বাক্‌ ১৫২ ।। পলাশ কুমার পাল

 

বানভাসি

 

 

আমিও তো বানভাসি

টেরাকোটা শিল্পের নীচে-

 

যে পর্যটন মাড়িয়ে গেছে সেল্ফির বারান্দা,

তার সামনের বিবাগী সড়ক

 

শিকড়ের অন্বষণে

চা থেকে ধোঁঁয়া ওড়ে ধাবার উনুনে-

সন্ন‍্যাসিনী আগুন তবুও 

একটা নৌকার আশায়

 

আঁচ গলায়...

আর

আর শব জল হয়ে যায়

প্রিন্টার ছায়ায়...

 


No comments:

Post a Comment