বাক্‌ ১৫২ ।। কৌশিক চক্রবর্তী


 

আস্তিক


একটা কথা বলতে চেয়েছিলাম

রৌদ্রোজ্বল দিনে আমি একা-
এমন দিনে আমি স্বনির্ভর পাখনার ওপর শুই
আর শরীরের আশপাশে বুনে দিই নির্মম জাল-

পরিবর্তে তুমি বলেছ আমি মাছেদের হত্যাকারী
তর্ক জুড়েছি আমি
বারবার বলতে চেয়েছি আমার একাকিত্বের কথা
আর ফাটল ধরাতে চেয়েছি ছাদের দরজায়-

জিজ্ঞাসা করেছিলে আমি ঈশ্বর-বিশ্বাসী কিনা-

আমি পকেটে হাত ঢুকিয়েছি
আর মুঠোয় তুলে এনেছি ছাদ ভিজে যাবার সমস্ত প্রমাণ... 

No comments:

Post a Comment