বাক্‌ ১৫২ ।। সিদ্ধার্থ মিত্র

 

মরণ ফাঁদ

 

 

হাত দুটো পাঁজরে ঢুকিয়ে দাও

যেভাবে ট্রামের জয়স্টিক ধরো

রাস্তা শেষ হয়ে আসে

 

হাপড়ে তোলা হারমোনিয়াম সুরে

বেলোর ভিতর লকলকে জিভ

ঘোরে

শব্দের মরণফাঁদ

 

না মানা জানলা খুলে আসে

শরীরের ভিতর

অন্ধকারে চুপ পায়ের ছাপ হাতের ছায়া

অতর্কিত শিহরনে

পানকৌড়ি মুখে তুলে নেয় চোখের পাথর

 

জরুরী পরিষেবায় জ্বলে মোমবাতি লণ্ঠন

 


No comments:

Post a Comment