বাক্‌ ১৫২ ।। অয়ন সাঈদ

 

মদ, রুমি ও নাচ

 

 

রুমি যতদূর ছুঁটে গেছে

আলোর প্রলম্বে বিচ্ছুরণ খসে পরে

 

এইসব দিনের কান্নার ব্যকরণ ভাঙতে ভাঙতে 

সময়ের বাগান ফুলে ফুলে মহিত রঙের পানশালায় 

মদ, রুমি ও নাচ ফুল্লরায় বেজেছে টঙ্কার

 

কেননা ঈশ্বরের ভোজ-সভাগৃহে 

প্রেমিকগন অস্থির ও অসিঞ্চু 

দ্রাঘিমারেখা থেকে শিরার নক্ষত্রের 

পরিভ্রমন পথ,- পলকে পার হয়ে গেছে। 

       

 

 

মদ, রুমি ও নাচ-২

 

 

তাব্রিজের সুনিপুণ হত্যা কৌশলের

এক ঝলক প্রবাহে হৃদয়ের সব জং 

উড়ে গেছে ঘূর্ণিচ্ছটায়; সে শরাবে যে সাকি

নৃত্যের কলঙ্ক ছুঁয়েছে ডানায় তার নিরুদ্দেশ-

জলতরঙ্গে তাব্রিজের সূর্যের বিম্বিত প্রণয়

 

কখনো রুমিকে তিনি আঙুরের মতো পদদলিতে মদ

কিংবা পাখি শিকারি বাজপাখির থাবায়-

আত্মার গোলকে শিকার করে নিয়ে গেছে!

 

সে বিম্বিত হৃদয় হত্যাযজ্ঞে অনুষ্ঠিত

সে বিম্বিত হৃদয় খোরাসান থেকে কোনিয়া

ভেঙেছে পাবন্দি ক্রমশ ঘূর্ণিচ্ছটায়

অন্তহীনে নেই হয়ে গেছে সতত পালকের ওম 

ক্ষণে ক্ষণে তবু শিস দিয়ে যায় 

অস্তিত্বে প্রগাঢ় আকর; কেননা ক্ষণে ক্ষণে আশিকজন-

পানশালা'র ষোলোকলায় জেগেছে অহর্নিশ।

          

 

 

মদ, রুমি ও নাচ-৩  

 

 

পাগড়ি থেকে চেহারা পর্যন্ত মদ

দু'হাত দু'পাশে তুলে রুমি-

কল্ব থেকে প্রসারিত সিনায়

কোমর থেকে পা অবধি নাচ

প্রগাঢ় ভঙ্গিমা চিত্র প্রকার...

 

প্রেমাস্পদের বিরহে কাতর 

হুঁশ ফিরলেই বলছিলেন

তাব্রিজের পাখি কে কেউ দেখেছ?

আঙুর জন্মে কী লাভ, যদি না মদ হয়ে যাই!

      

 

 

মদ, রুমি ও নাচ-৪

 

 

মাওলানা রুমি ও গ্যালাক্সি সমূহ ঘুরছে 

আলখাল্লা প্রসারে মেলেছে বাহুদ্বয় 

কূয়োর তলদেশ থেকে ইসূফের মতো

আমাকে উদ্বার করো,- দয়াল; 

 

বাইয়াতের সে হাত মোবারক প্রসারিত হলে 

ঝরে পরে সমূহ জং কালিমা চিহ্ন 

চাঁদের পূর্ণকলায় সমুদ্র থেকে মহা সমুদ্রে

তরঙ্গ হেম প্রবাহ মদ, রুমি ও নাচ

তাব্রিজের পরিব্রাজক পারিন্দা যে পথে গিয়েছে তরায়

করোজ্জ্বল গোলকের ঘূর্ণিচ্ছটা মতো-

দৃশ্যকল্প থেকে চোখ সরালে দেখি পরিব্রাজক পরিভ্রমণ

ডানা ছাড়াই উড়ে গেছি প্রেমাস্পদের কাফেলায়।

 


1 comment:

  1. অলখে নিরঞ্জন আঁকা হল বেশ..

    ReplyDelete