বাক্‌ ১৫২ ।। রজব বকশী

 

একা অথবা তোমার সঙ্গে এই দীর্ঘ পথহাঁটা

চাকায় পাখায় ছোটে বেড়াই সতত

মেঘ আমাকে বৃষ্টির মন্ত্র বলে যায়

বৃষ্টি তো সৃষ্টির উৎস

সৃষ্টিমূলে আলোমুখি জীবনের ঢেউ

সময় আমাকে জন্ম দিয়ে ফেলে যায়

উঠে দাঁড়াই আমিও পূর্বসূরিদের মত

চাহিদা যোগান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি

ক্ষত বিক্ষত অনেক ইচ্ছে আশা স্বপ্ন দীর্ঘশ্বাস হয়ে উড়ে

তবু জীবন গোছাতে পিছপা হই না

জল আগুন ধূয়ায় ধূলিস্রোতে জেগে থাকি শূন্যে উড়ে যাই


No comments:

Post a Comment