বাক্‌ ১৫২ ।। জয়শ্রী গাঙ্গুলী

 

ভ্রম

 

 

প্রতিটি বৃত্তের মাঝে জন্ম নেয় অন্য পৃথিবী

অনন্ত এ বিকেলের ক্যালিগ্ৰাফি, 

জেনে নিয়ে লিপি কুশলতা

একফালি রোদ স্রোতে ভেসে যায়

আমার কার্নিশে, 

হে মোহময় বিষাদ, জন্ম দাও বিদর্ভ নগরী

আরো একবার

তীব্র হেমলক নেশা

ছুঁয়ে গেছে ভূর্জপত্র পাইনের বন

ঝলমলে তীব্র বাতাসে

একফালি গম্বুজের বাঁকা চাঁদ

নিরম্বু ঝুলে থাকে। 

 

এ বিষাদফাগুন

কাজরী নদীর তীরে

বড় মায়াময়

দূর থেকে দেখি তবু কারা যেন

ভেসে যায়

অবোধতরণী বেয়ে, 

এসো এসো বন জ্যোৎস্নার মতো

দগ্ধ সলিল ধারা

ধুয়ে দাও প্রাচীন আঁধার। 

 

মাতাল হাওয়ার কারুকাজ

জন্ম দেয় পরাবৃত্ত যত

আদিম আকাশ। 

ঘষা আলো নক্ষত্রের, 

নেমে আসে সগর্জনে

হিরণ্ময় দেশে, 

চেয়ে নিই মরুআলো মেঘে

রো একটি গোলবৃত্ত

গন্তব্যহীন পরিবর্তিত পথে।।

 


No comments:

Post a Comment