বাক্‌ ১৫২ ।। জয়িতা ভট্টাচার্য


 

সম্পর্ক 

 

 

মরা বিকেল ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে মোহনার দিকে।

 

রাত হলে পা গুটিয়ে বসি। নদীতে ঝুপঝাপ নেমে পড়ে নক্ষত্র।ওরা

মুখ ধুয়ে সেজে নেয় পাতাদের বিছানায় শোবে বলে।

আতর উড়িয়ে দেয় সাদা পেঁচা।

আমি

রিফু করি ফুটিফাটা জামা।

সম্পর্ক রং করি জ্যোৎস্না দিয়ে।

আজকাল ভয় পাই হারিয়ে ফেলার। নারী নয়। ভয় হয় যদি সময় কেড়ে নেয় তোমায়।

রাত হলে পাঁচ রাস্তার মোড়ে আসে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী। একা হয়ে যাওয়া

রাজার মেয়ে অঙ্ক কষে শরিকের উঠোনে বসে।

রাজপুত্র আসে না শুধু একটা সাদা ঘোড়া ফিরে আসে রোজ।রাতভর

ঘাসে মুখ দিয়ে থাকে। একা একা।

দেখি দুটো মানুষ হাতধরাধরি ধরে এগিয়ে যাচ্ছে সন্ধ্যের পথে।

 রাত হলে মিলিয়ে যাবে ওরা নদীর পাড়ে।

 

2 comments:

  1. আপনি এতো বিষাদ আর একাকীত্বে ভোগেন কেন ?

    ReplyDelete
  2. ভালো লাগলো আপনার

    ReplyDelete