বাক্‌ ১৫২ ।। সুবোধ দে

 

ঐশ্বর্য 

 

জোরদারপাড়ায় এককাঠা জমি পছন্দ করে কিনে রেখেছিল ভৈরব 

স্ত্রী-র আবদার ছিল, সেখানে একটি হিমসাগর আমগাছ-এর বাগান করে দিতে হবে -------, 

 

বহু মধুমেহ সময় পেরিয়ে গেলেও সেখানে হয়নি কিছু,

খাঁ খাঁ পড়ে আছে জমি, একটিও গাছ নেই কোথাও, 

ভৈরব এখন শ্মশানবাসী ---

 

 

আজ আমগাছ বাগানের কথায় মিটিমিটি হাসেন,

সামনে জ্বলা ধুনির আগুন দেখিয়ে অস্ফুট স্বরে বলেন,

আলো আর আমি পাশাপাশি থাকি, মিছে খুঁজে মরি জগৎ -সংসার। 

 


1 comment: