বাক্‌ ১৫২ ।। দেবাশিস মুখোপাধ্যায়


 

 

 

 

যেভাবে বর্ষা

 

১.

 

মেঘের কাছাকাছি এই মনচলা

কোথায় পৌঁছে দিচ্ছে

এখানে একা একা কত কথা বলা

তারপর কখন বাড়ি ভেঙে পড়ে

ভিজতে ভিজতে

ভিতরের কান্না হারিয়ে যায় স্রোতে 

অসাধারণ হয়ে ওঠা হল না এ জীবনে 

 

২.

 

সন্ধ্যার শরীরে কৃষ্ণ লেগে আছে

চাঁদের ঘাম কিছুটা অস্পষ্ট

তবুও কিছু দেখা লেখা হয় না 

চুপের ভিতরে ঝিঁঝিঁ পোকা শব্দ করে

নির্জনতার পাশ কাটিয়ে বড় রাস্তায়

আলোর দোকান 

লিখে নেয় অসুখের নাম 

ভক্তির ভিতর ঘরে দেহবুদ্ধি হাসে 

 

৩.

কখন রাত হয়ে পড়ে থাকি ফুটপাতে

ফিরে আসা বিধ্বস্ত যৌনকর্মী একদলা 

পানের পিক ফেলে  

কৌশিকী অমাবস্যা ছড়িয়ে চাদ্দিকে

কুকুরের লালায় ভাদ্রমাস 

সবকিছু চুরি হয়ে যাবার পর 

নির্বিকার শনিঠাকুর 

থানের সিঁদুর আরো যেন গাঢ় 

দিব্য ভাবের ভিতর ঘুম জমে ওঠে

 

No comments:

Post a Comment