বাক্‌ ১৫২ ।। অজন্তা রায় আচার্য

 

লেডিবার্ড

 

সময়ের মধ্যে ঘাপটি মেরে বসে থাকে কাপালিক

আমি যখন লেডিবার্ড চালাতাম তখন থেকেই তার সাথে পরিচয় ও গল্পসল্প

বড় ইনিয়ে বিনিয়ে কথা বলে

একটা বিস্ফোরণ থেকে আর একটা বিস্ফোরণের মাঝের সময়টা-

বেঁচে থাকার প্রক্রিয়া সম্পাদন করি

চিরকালই বাউন্ডুলে স্বভাব 

একবার পরিত্যক্ত কবরখানার রাস্তা দিয়ে যাওয়ার সময় বড় আমগাছটা  

আমাকে দু হাত দিয়ে আয় আয় করে ডেকে নিয়ে গেল ভেতরে

শুকনো পাতার উপরে ছমছম শব্দ

চারিদিকে অলৌকিক ফুটে আছে

দানসত্রে পড়ে আছে কিছু আতিজাওয়া ফুল  

মুনিম বাতাস জুড়িয়ে দিচ্ছে শরীর

 কবরের উপরে জড়িয়ে থাকা শ্যাওলার মতো শীতল হয়ে আসে মন  

খুঁজে খুঁজে পড়ার চেষ্টা করি তাদের অস্পষ্ট নাম

আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে আগুন লজ্জা প্রেম অপমান   

ঋণাত্মক গুলো জুড়ে জুড়ে কেমন ধনাত্মক হয়ে উঠেছে পরিবেশ  

সরসর করে সরে গেল দুটো সাপ আমি মুগ্ধ হয়ে তাদের সঙ্গম দেখি

তোমরা সবাই সাপের ক্রুরতা আর বিষ নিয়ে গল্প করো

আমি তাদের সৌন্দর্য নিয়ে দুচার কথা বলতে চাই 

একটা কাক কা কা করে রসভঙ্গ করছে

এই জ্যৈষ্ঠে তার গলায় দুফোঁটা অমৃত ঢেলে দিতে পারলে ভালো হতো

লেডিবার্ডের চাকা গড়িয়ে চলে   

 


7 comments:

  1. ভালো লাগলো কবিতাটি

    ReplyDelete
  2. ধন্যবাদ

    ReplyDelete
  3. বেশ ভাল

    ReplyDelete
  4. ভালো লাগল। পৃথা চট্টোপাধ্যায়

    ReplyDelete
  5. খুব ভালো লাগলো কবিতাটি। আপনি একটি কঠোর অথচ মনোরম পরিবেশ তৈরি করেছেন, যেখানে জীবন ও মৃত্যু একটি সেতু দিয়ে বাঁধা । আপনার লেডিবার্ড আরও অনেক অনেক পথ চলুক । এক রাশ শুভেচ্ছা ।

    ReplyDelete
    Replies
    1. অনেক ধন্যবাদ জানাই।

      Delete
  6. খুব ভালো

    ReplyDelete