বাক্‌ ১৫২ ।। সৌমাল্য মুখোপাধ্যায়


 

ব্রহ্মের আলোর পাশে

 

নত করেছো মুখ

সজল মুখের পাশে অজানিত ব্রহ্মের আলো 

আবহাওয়া দপ্তর বলেছে বিপদের সতর্কতা জারি 

এমন থমথমে মেঘ যেন অনুকূল নন্দন

বন্দরে জাহাজের কঙ্কাল ডুবে যায় বালিতে 

যেন সমস্ত পাপ অজন্তাকারু,

ব্রহ্মের আলোর পাশে শিল্পবিন্দু হয়ে যায়...

 

No comments:

Post a Comment