বাক্‌ ১৫২ ।। অর্ক অপু

 

বনশ্রীবালার ব্যক্তিগত বাহাস


কাকেদের ভেঙেছিল ঘর, এ কথা সকলেই জানি
ঘরে কোনো স্মৃতি ছিল কি না, খুঁজিনি।
ঝড় থেমে যাওয়ার বহু (বহু) বছর বাদে
গাঙপুর স্টেশনের পুরানো ভবনের ছাদে
উড়ে এলো কয়েকটি পালক আর
স্মৃতি খোঁজা অনামা বালক।

বুদ্ধ ছেড়েছিল ঘর এ কথা সকলেই জানি
এবং বুদ্ধ কিনি; রাখি ঘরের ভেতর
চোখ বরাবর
পাজি বুদ্ধ সুযোগ বুঝে
পালিয়ে যাবার রাস্তা খুঁজেহারিয়ে যায়।
পড়ে থাকে ঘরের কোনায়; কাঠ মাটি আর ধাতব হাসি
তবুও যাপন ভালোবাসি 'জীবে প্রেম' আর 'সরল ধ্যান'
বনশ্রীবালা পড়াচ্ছে এই বিশেষ জ্ঞান, স্মৃতির আদর
গাঙপুরহুইসেলকাক—ভেঙে যাওয়া ঘর।

 


No comments:

Post a Comment