বাক্‌ ১৫২ ।। রবিন বণিক


 

অব্যয়

 

বেশি কিছু নয়

তবুও কতো কিছু শরীর মেখেছে শোক

কতো কিছু সংগীত ব্রাত্য ছায়ার মতো মাটি ছুঁয়ে আছে অবেলায়

কতো কিছু মাটির পায়ের মতো দাঁড়িয়ে

 

বেশি কিছু নয়

তবুও কিছু তো অব্যয় স্পর্শ করে গূঢ় পাঁজরের অবেলা

 

 

 

 

 

নিছক একটা দাবি



অনেক প্রস্তরই তো ভেবেছেন

অনেক জল, জলের ভেতর অনেক আসন্নতা

এবার একটু ভাবুন, রক্ত শুধুমাত্র একটা রং

শুধুমাত্র নিছক একটা দাবি

ভেবেছেন, স্পষ্ট করে ভাবুন, আরো দৃঢ়

এবার ভাবতে কোনো দ্বিধা নেই একটা রক্তাক্ত তুলি থেকে

একের পর এক যা টপটপ তা আপনার সম্ভ্রম

তা আপনার বৈকালিক তোরণ

যা দিয়ে প্রত্যেকটা মুহূর্তে ক্যানভাসে লেপ্টে যাচ্ছে আপনার ধ্যান

আপনার অতি প্রিয় কলম্বাসের চোখ

ভেবেছেন, এবার শ্যাওলা মোড়া দেয়ালে সজোরে আঘাত করুন আপনার চৈতন্য

সজোরে, যাতে চিৎকার ভেঙে টুকরো টুকরো ছড়িয়ে পড়ে নিগ্রো রোদে

করেছেন, এবার নিজের ভেতর থেকে অক্ষয় তুলে দেখুন

চাদরে মোড়ানো সারি সারি রং কি আপনার রক্ত না পরাজিত বিপ্লব

 

 

 

 

 

দূরত্ব 



দূরত্বের পায়ে বশ্যতা এঁকেছি সুনন্দা

নিকট পাঁজরে স্পর্শ, সে তো বহুদিন কোনোদিন

 

তুমিই তো আছো পুরাতন কোনো শূন্য

ছায়ারাও তো অনায়াস পাবে একদিন

 

মৃত্যু চুমুকে অনীহা যে ভুলে গেছি সেই কবে

তেঁতুলপাতার জল ছিটকে পড়ছে শবে সবদিন প্রতিদিন

 

No comments:

Post a Comment