বাক্‌ ১৫২ ।। শান্তনু চট্টোপাধ্যায়

 

কিছুটা ভ্রমে অথবা প্রত্যয়ে লেখা

 

 

মায়ার ছাতাটি সরিয়ে দেখি এক অপরূপ খেলা

হ্লাদিনী ঘোরের মধ্যে অনাঘ্রাত মিলন-বাসনা

 

সে ছিল প্রবল কোনো দুপুরের শেষতক  গান

 

আয়ুর পরম লগ্নে ফুটে ওঠা প্রিয়ংবদা ফুল

ধুলোর প্রলেপ যাকে কখনোই  স্পর্শ করে নি

 

সেই  তীব্র লেলিহান  কালান্তক নিবিড়   আশ্রয়ে

অনায়াসে সুর উঠে মিশে যায় জন্মের  আড়ালে

 

মায়ার চিহ্ন ঘোচে, প্রদীপের প্রান্তিক  বিভায়

 

বাঙময় হয়ে ওঠে পরমের শাশ্বত সে রেখা

বসন্ত ফুরিয়ে গেলে পথে  জাগে অবিনাশী দেখা

 


No comments:

Post a Comment