বাক্‌ ১৫২ ।। পিয়াংকী


 

 

ব্রহ্ম এবং বেশ্যা

 

 

নিষিদ্ধরঙ বিসর্জন দিয়েছ

এখন সবই মাল্টিকালার্ড। 

খেচরজন্মের পাশে বোধিবৃক্ষ, লভ্যাংশর পিঠে লালপিঁপড়ে

গুটিগুটি পায়ে এগিয়ে গেছে পার্শ্বনায়ক 

ব্রহ্মা শূন্য -- ইন্দ্র শূন্য --  

 

শূন্য > আব্রহ্ম 

আব্রহ্ম > পোশাক

পোশাক > খোলস

 

খোলসের কোনো জাত নেই। 

ছিদ্র আছে শুধু,  অসংখ্য ছিদ্র

সেইসব ছিদ্র দিয়েই যাতায়াত করে যত পাপ অথবা পরিত্রান

 

...ছাপোষা গতর নিয়ে আমরা দাঁড়িয়ে থাকি সমৃদ্ধ  বেশ্যাপাড়ার 

মতো

 

 

 

অ্যাকিউরেসি ও লোকলজ্জা

 

 

ভুলবশত, ফেলে এসেছি ফেরৎপথ। 

খুচরো ঝনঝনানির আড়ালে লুকিয়ে ফেলতে চেয়েছি ব্যক্তিগত  ময়ূরাক্ষী প্রকল্প।  

 

আড়বাঁশির ঘনিষ্ঠতা হোক বা লোকচক্ষুর পাশাপাশি মাছরাঙা... 

স্থিতধী নয় কিছুই। 

 

গা ছাড়া ধুলো থেকে রাত্তির উঠে এলে 

ধরেবেঁধে মানুষ তাকে পুড়িয়ে দেয়  হরিনী-আগুনে

যতক্ষণ ধোঁয়া ওড়ে, 

আশ্রয় উত্তাপ লাভারং ঘিরে রাখে পরিসীমা 

 

এরপর -------- ভুল

লোকলজ্জা পেরিয়ে ক্ষত্রিয়বেশ

ডানাকাটা পরীর শরীরেও ঘন লাল-রঙ স্ট্রেচমার্ক

 

অ্যাকিউরেসি কখনো কখনো , 

বিপদসীমার ওপর দিয়ে বয়ে চলা জলের মতো স্থির স্থবির 

 

 

 

 

সরীসৃপ

 

 

গিরগিটি আছে, সাপও। তারই ভিতর মজুতঘর। ধার্য ঠোঁটের বিচারে যারা পরাধীন তাদের সাথে লাজুকলতা মেয়ের সম্পর্ক কি -- এই প্রশ্নবোধক চিহ্নটির পাশে দাঁড়িয়ে থাকে পাইনবন। দীর্ঘ রাত অথবা সেফটিপিন, কেউ জানে না আর কতক্ষণ পর পান্না সবুজ হবে, স্মৃতিভ্রষ্ট পথিক ডেকে আনবে প্রতিবেশী তারাখসা। গ্রহণকন্যা নোঙর খুলে সাজিয়ে রাখবে তার নিজস্ব পুরুষরঙ। তবু, অকারণ অমাবস্যা আর একটিমাত্র অজগরের নেশা পিচ্ছিল সরীসৃপের মতো  ভিজিয়ে দেয় মধ্যবর্তী যোগাযোগ।  শাপমুক্তির ভেতর বিচ্ছেদ আসে। যৎসামান্য মরীচিকা। বিন্নি ধানের খইয়ের ভিতর পুষ্টিকর আলো আর অসহায় জন্মান্তরবাদ। গিরগিটি উঠে আসছে ক্রমশ। ওপরে। খাঁজকাটা শরীরের প্রতিটি পর্যায়ে এখন শুধু এক দীঘি জল আর মানুষসমান মাঝি...

 

 

 

 

 

 

ওজন সংক্রান্ত 

 

 

এখনই চলে যাবার সঠিক সময় নয়

নাচঘরে মধুমাস অতিক্রান্ত হলেও মেঝেতে ছড়িয়ে আছে মাছি

আয়নার ব্যবহার বন্ধ এখানে বহুকাল 

মধ্যযুগীয় শিল্প ঘুমের ঘোরে টলে যাচ্ছে বিকৃতপথের মতো 

 

এখনই স্ফুটনাঙ্ক মাপার সঠিক সময় নয়

জলের সাথে তেল মিশলে... 

আজও দুটি অব্যবহৃত নৌকা ঠংঠং শব্দে জানান দেয় জীব-জড়ের দায়

বিছিয়ে রাখা ধান গিলে খেতে আসে মাঠের খরা

ফুলফোটা রাখাল ডুবিয়ে দেয় অস্তসূর্য

 

বরং এখন চৌহদ্দির ভিতর অন্ধকার জড়ো করার সঠিক সময় 

পিঠের ইউটার্নে মেদ জমলে কোদাল তোলার সময় 

 

সময়, এই আত্মাসহ সবটুকু  বিতরণের... 

 

 

 

 

 

হে তথাগত -- 

 

 

শরণার্থী  নিয়ে বসে আছেন ব্যাধ

তাঁর সমগ্র জুড়ে বিভিন্ন মাপের বাঁশি

বাঁশির ভেতর কিলবিল করা কেন্নো

নিবৃত্তি জুড়ে দাউদাউ

 

আয়ুক্ষয় যদি ইনফিনিটি হয়,

যদি মিডিল টার্ম ফ্যাক্টরে লেগে থাকে রুদ্রাক্ষ

      লুব্ধপথ  

               

        কুণ্ডলী

             

           চৈতন্য 

 

জন্মঋণের কৈফিয়ৎ কিংবা অনড় প্রেতলগ্ন

অঙ্গরাগ সমেত দানী এ দেহের সর্বত্র শুধু অক্লান্ত খোঁজ 

 

হে তথাগত , তিল জন্মানো কি নাবিক হবার পূর্বলক্ষণ?

 

No comments:

Post a Comment