বাক্‌ ১৫২ ।। মৌমন মিত্র


 

সুদ



কমলা আভায় পুড়ছে তোমার স্বপ্ন 

এ কোনও সূর্যাস্ত নয় 

কঠিন মুখ ছুঁয়ে ঝড় এঁকেছ দাওয়ায় 

অপেক্ষার পরতে মদ,মৃত পাখির ডানা

মাঝরাতে এসে কোনটুকুনি লিখব খাতায়? 

মাটি-রং লাগা করবীর কোষ জানে 

প্রতিটি প্রশ্নের উত্তর দিতে নেই 

 

সেলফোন স্ক্রিনে মরীচিকার আসবাব 

আঙুল গলে ক্রমশ উত্তাল হতে থাকে

শব্দ না-করে চিনিয়ে দিয়েছ এভাবে 

যতটা ছিনিয়ে নিয়েছ,  

ধানি আঁচলের বুননে জমানো কথার সুদ 

 

আজও সন্ধানী মন, পরিচিত ভয় 

যেমন আতসকাচ,  

যেমন ঘোলাটে পাসওয়ার্ড 

প্রতি পল স্পিডোমিটারে মাপা ফেনিল প্রশ্রয়! 

 

No comments:

Post a Comment